ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

সর্বোচ্চ করদাতা হলেন অমিতাভ বচ্চন

২০২৫ মার্চ ১৭ ১৯:০১:৪৬
সর্বোচ্চ করদাতা হলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : ভারতে বিনোদন জগতের সর্বোচ্চ করদাতা হলেন অমিতাভ বচ্চন। যদিও গত বছর সেই খেতাব ছিল শাহরুখ খানের ঝুলিতে। ২০২২ সালে সেটা ছিল অক্ষয় কুমারের দখলে। এ বছর সেই খেতাব পেলেন অমিতাভ। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ১২০ কোটি টাকার কর দিলেন অমিতাভ।

২০২৪ সালে অমিতাভ একাধিক বিজ্ঞাপন, বড় ব্যানারের ছবিসহ কাজ করেছেন টেলিভিশনেও। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র গত সিজ়নের সঞ্চালক ছিলেন তিনি। ২০২৪ সালে প্রায় ৩৫০ কোটি টাকা আয় করে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকাভুক্ত হলেন তিনি।

২০২৩ সালে শাহরুখ খান কর দিয়েছিলেন প্রায় ৯২ কোটি। সে বছরই মুক্তি পায় তাঁর তিনটি ছবি। তিনটিই বক্স অফিসে সফল। সে বছর চতুর্থ স্থানে ছিলেন অমিতাভ। তিনি দিয়েছিলেন ৭১ কোটি। এ

এবার শাহরুখ, সালমান, অক্ষয়দের পিছনে ফেলে দিয়েছেন ৮২ বছর বয়সি অমিতাভ। ২০২৪ সালে একাধিক জমি, বাড়িতে বিনিয়োগ করেছেন অমিতাভ। মুম্বাইয়ে যেমন একাধিক ফ্ল্যাট কিনেছেন, আবার সম্প্রতি অযোধ্যায় একটি ৫৪ হাজার ৪৫৪ বর্গফুট মাপের জমি কিনেছেন তিনি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে