ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুই দিন পতনের পরে ডিএসইতে ৫ পয়েন্ট উত্থান

২০২৫ মার্চ ১৮ ১৪:২৬:০৫
দুই দিন পতনের পরে ডিএসইতে ৫ পয়েন্ট উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুই দিনের পতনের পর মঙ্গলবার (১৮ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের নামমাত্র উত্থান হয়েছে। তবে এদিন লেনদেনের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একইচিত্র দেখা গেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২১০ পয়েন্টে। যা সোমবার ১৭ পয়েন্ট ও রবিবার ৪ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ৪৫১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৫ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৩ কোটি ৯৭ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৬ টি বা ৪৬.৭৩ শতাংশের। আর দর কমেছে ১৫৬টি বা ৩৯.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.০৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮ টির, কমেছে ৮৭ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৬৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে