ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন

২০২৫ মার্চ ২৩ ১৪:২৬:২৯
শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ২ কার্যদিবসের ন্যায় রবিবারও (২৩ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৮৩ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৬ পয়েন্ট ও বুধবার ৩ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯৭ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৫ কোটি ৮৬ লাখ টাকার বা ১৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩ টি বা ২০.৮৫ শতাংশের। আর দর কমেছে ২৫৩ টি বা ৬৩.৫৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৫৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১১৯ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫২১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে