ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে ৩ কার্যদিবস পর উত্থান

২০২৫ মার্চ ২৪ ১৪:১৭:৩৬
শেয়ারবাজারে ৩ কার্যদিবস পর উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ৩ কার্যদিবস পর সোমবার (২৪ মার্চ) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন বেশির সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে। এছাড়া লেনদেনের পরিমাণও বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৭ পয়েন্টে। যা রবিবার ১৮ পয়েন্ট, বৃহস্পতিবার ৬ পয়েন্ট ও বুধবার ৩ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ৫০৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪২১ কোটি ২৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮২ কোটি ৯৮ লাখ টাকার বা ২০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭২ টি বা ৪৩.৪৩ শতাংশের। আর দর কমেছে ১৫১ টি বা ৩৮.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৩ টি বা ১৮.৪৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৭ টির, কমেছে ৯৩ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৩৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে