ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ইস্টার্ন ব্যাংক দেবে ২৩৮ কোটি টাকার নগদ লভ্যাংশ

২০২৫ মার্চ ২৫ ১০:১৯:৩১
ইস্টার্ন ব্যাংক দেবে ২৩৮ কোটি টাকার নগদ লভ্যাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য প্রায় ২৩৮ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া সমপরিমাণ বোনাস শেয়ার দেবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, ইস্টার্ন ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১.৭৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৪ সালের ব্যবসায় মোট ২৩৭ কোটি ৬৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এছাড়া একই পরিমাণ বোনাস লভ্যাংশ দেওয়া হবে।

এ কোম্পানিটির ২০২৪ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৪.৮৬ টাকা হিসেবে ৬৬০ কোটি ৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ২৩৭ কোটি ৬৭ লাখ টাকার বা ৩৬% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ৪২২ কোটি ৩৯ লাখ টাকা বা ৬৪% ব্যাংকে রেখে দেওয়া হবে। এরমধ্যে ২৩৭ কোটি ৬৭ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং বাকি ১৮৪ কোটি ৭২ লাখ টাকা সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।

এর আগের বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫.০৭ টাকা করে মোট ৬১২ কোটি ২৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১২.৫০% নগদ ও ১২.৫০% বোনাস লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইস্টার্ন ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৩৫৮ কোটি ১৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৩৩ শতাংশ। ব্যাংকটির শেয়ার দর রয়েছে ২৬.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে