ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ভারতের শেয়ারবাজারে ছয় দিনে ফিরল ২৭.১০ লাখ কোটি টাকা

২০২৫ মার্চ ২৫ ১০:৩৮:১৪
ভারতের শেয়ারবাজারে ছয় দিনে ফিরল ২৭.১০ লাখ কোটি টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক : সোমবার ভারতের শেয়ারবাজারে সেনসেক্স সূচক বেড়েছে ১০৭৮.৮৭ পয়েন্ট। আর নিফ্‌টি সূচক বেড়েছে ৩০৭.৯৫ পয়েন্ট। এর মাধ্যমে গত ৬দিনে ভারতের শেয়ারবাজারে ফিরেছে ২৭.১০ লাখ কোটি টাকা। যা সম্ভব হয়েছে বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর ফের পুঁজি ঢালতে শুরু করায়।

জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের গবেষণা শাখার প্রধান বিনোদ নায়ারের ব্যাখ্যা, এই উত্থানের ধারাবাহিকতা বজায় থাকবে কি না, তা নির্ভর করবে শিল্প পরিসংখ্যান, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে কোম্পানিগুলোর আর্থিক ফলাফল এবং আমেরিকার শুল্কের উপরে।

এ দিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রাও অনেকটা এগিয়েছে। ১ ডলারের দাম ৩৭ পয়সা কমে হয়েছে ৮৫.৬১ টাকা। ২০২৫ সালে যেটুকু ক্ষয় হয়েছিল, তা পুরোটাই গত সাত দিনে পুষিয়ে গিয়েছে।

পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘সম্প্রতি বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর শেয়ার বিক্রির চাপ কমেছে। উন্নতি দেখা যাচ্ছে বিদেশি মুদ্রা ভান্ডারেরও। এখনকার পরিস্থিতি বজায় থাকলে ডলারের দাম ৮৫-৮৬ টাকার মধ্যে থিতু হতে পারে। তবে আমেরিকার শুল্ক নীতি সংক্রান্ত অনিশ্চয়তার দিকেও নজর রাখা দরকার।’’

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে