ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ডিএসইতে মূল্যসূচক বাড়লেও লেনদেন তলানিতে

২০২৫ মার্চ ২৫ ১৪:২৮:৪৪
ডিএসইতে মূল্যসূচক বাড়লেও লেনদেন তলানিতে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় মঙ্গলবারও (২৫ মার্চ) দেশের ঊভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন তলানিতে নেমে এসেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২১৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৪ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৪ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৭ কোটি ৭৯ লাখ টাকার বা ২৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২০ টি বা ৫৫.৪২ শতাংশের। আর দর কমেছে ৯৭ টি বা ২৪.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮০ টি বা ২০.১৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০ টির, কমেছে ৬৬ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৫৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে