ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

‘বরবাদের’ স্পেশাল লেট নাইট শো

২০২৫ এপ্রিল ০৪ ০৮:৩৪:০৪
‘বরবাদের’ স্পেশাল লেট নাইট শো

বিনোদন ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবারের ঈদুল ফিতরেও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ সারাদেশে ১২০ হলে একযোগে চলছে সিনেমাটি।

এদিকে দর্শকদের অতিরিক্ত চাহিদায় লায়ন সিনেমাসে বরবাদের স্পেশাল লেট নাইট শো রাখে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালনায় মেহেদী হাসান হৃদয়।

পোস্ট দিয়ে মেহেদী হাসান হৃদয় লিখেন, ‘দর্শকদের অতিরিক্ত চাহিদায় লায়ন সিনেমাসে বৃহস্পতিবার বরবাদের স্পেশাল লেট নাইট শো রাখছে কর্তৃপক্ষ। শো টাইম ১০টা ৫০ মিনিটে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘বাংলাদেশের প্রথম কোন সিনেপ্লেক্স এত রাতে শো কোন সিনেমার জন্য এত রাতে শো দিয়েছিলো কিনা আমাদের জানা নাই।’ এদিকে পোস্টের কমেন্ট বক্সে শাকিবের ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, আয়ের তালিকায় প্রথমে রয়েছে ‘বরবাদ’। সিনেমাটি ৩য় দিনে মাল্টিপ্লেক্সের ৫৬টি শো থেকে আয় করেছে ৫৮ লাখ ৫৪ হাজার টাকা। টোটাল তিনদিনে মাল্টিপ্লেক্স থেকে আয় ১ কোটি ৩১ লাখ।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে