ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

শেখ সাদীর সঙ্গে রাত কাটান পরীমণি

২০২৫ এপ্রিল ০৬ ২১:৩৫:৫৯
শেখ সাদীর সঙ্গে রাত কাটান পরীমণি

বিনোদন ডেস্ক : ইদের আগেই গুঞ্জন ছড়িয়েছিল দুই দেশে। অভিনেত্রী পরীমণি নাকি গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন! খুব শীঘ্রই নাকি তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন। ইদের সময় নায়িকার হাতে মেহেন্দি দিয়ে লেখা ইংরেজি ‘এস’ অক্ষর সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছেন পিংকি আক্তার, পরী মণির গৃহকর্ম সহায়িকা। যিনি অভিনেত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তিনি একাধিক সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক কিছু তথ্য পেশ করেছেন।

একাধিক ভিডিও সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, “পরীমণি আর শেখ সাদী এক বিছানায় ঘুমোন। এক ঘরে থাকেন। এক থালায় খাওয়া-দাওয়া করেন। গায়কের হাতে নায়িকা মারধরও খান!”

ভাইরাল হওয়া এই ভিডিওতে অভিযোগকারিণীর আরও দাবি, হাঁটুর বয়সী গায়কের হাতে বেধড়ক মারধর খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন পরীমণি। ইদের আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেই পদ্ধতিতেই নাকি নায়িকা মেরেছেন তাঁর সদ্যনিযুক্ত গৃহকর্ম সহায়িকা পিংকিকেও।

অভিযোগ, তিনি নাকি পরীমণির এক বছরের মেয়ের সঠিক দেখভাল করতে পারছিলেন না। অভিযোগকারিণীর আরও দাবি, “আমার তখনও জ্ঞান ছিল। সেই সময় পরী আমার মুখে হাত বোলাতে বোলাতে বলছিলেন, আমাকেও তো এভাবেই মারে। এভাবেই মার খেয়ে মুখ বুজে সহ্য করি।”

এই ঘটনা প্রকাশ্যে এনে পিংকির পাল্টা যুক্তি, পরীমণিকে যদি নির্যাতনের কারণে হাসপাতালে যেতে হয়, তাহলে তিনি কেন একই কারণে শুশ্রূষা পাবেন না? তাঁর আরও ক্ষোভ, গৃহকর্ম সহায়িকার কাজ নিয়োগকারীর পছন্দ না-ই হতে পারে। তাঁকে বেতন দিয়ে কাজে বহাল না রাখলেই বিষয়টি মিটে যায়। শারীরিক নির্যাতন করার কোনও অধিকার নেই। তবে এখানেই থেমে থাকেননি পিংকি। তিনি সরাসরি বলেছেন, শুধুই শেখ সাদী নন, পরীমণি একাধিক পুরুষের সংসর্গ করেন!

উল্লেখ্য, বৃহস্পতিবার পরী মণির বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহকর্ম সহায়িকা। তাঁর অভিযোগ, পরীমণির শিশুকন্যাকে খাওয়ানো নিয়ে বচসা বাধে। যার ফলে তাঁকে রীতিমতো মারধর করেন নায়িকা। তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে চান। সেটুকু মানবিকতাও নাকি দেখাননি নায়িকা! নিজেকে বাঁচাতে পিংকি বাধ্য হয়ে জরুরি পরিষেবার ফোন করে পুলিশের সাহায্য চান। নিজের এক তুতো ভাইকে ডাকেন। পরীমণির বাড়ি থেকে বেরিয়ে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মাজহারুল ইসলাম।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে