ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ঈদ পরবর্তী ২য় দিনেও শেয়ারবাজারে পতন

২০২৫ এপ্রিল ০৭ ১৪:৪৮:০৭
ঈদ পরবর্তী ২য় দিনেও শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসের ন্যায় ২য় দিনেও (০৭ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে এদিনও লেনদেন বেড়েছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগেরদিন সূচক বাড়লেও আজ কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৭ পয়েন্টে। যা আগেরদিন ১৪ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ৪৬৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৫ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৪০ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০ টি বা ৩৭.৬৯ শতাংশের। আর দর কমেছে ১৯১ টি বা ৪৭.৯৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ১৪.৩২ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯ টির, কমেছে ৯৫ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৫৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে