ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সেনসেক্স কমল ২২০০ পয়েন্ট, বিনিয়োগকারীরা হারাল ২০ লাখ কোটি টাকা

২০২৫ এপ্রিল ০৭ ২১:২০:০৪
সেনসেক্স কমল ২২০০ পয়েন্ট, বিনিয়োগকারীরা হারাল ২০ লাখ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারতীয় শেয়ারবাজার ইতিহাসে আরও একটি কালো দিন পার করল সোমবার ( ৭ এপ্রিল) আমেরিকার শুল্ক নীতির ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার দোলাচলে ভারতীয় শেয়ারবাজারের পতন অব্যাহতই রয়েছে। সপ্তাহের প্রথম দিনের শুরুর পতনের ধাক্কায় থর থর করে কেঁপে উঠেছিল সেনসেক্স ও নিফটি সূচক।

সোমবার বাজার খুলতেই একধাক্কায় প্রায় ৪ হাজার পয়েন্ট পড়েছিল বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্সের সূচক। হাজার পয়েন্ট পতন হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটিরও। বেলা গড়াতে বাজারের গতি কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সকালের সেই তেজি কামড়ের ফলে রক্তক্ষরণ ছিল অব্যাহত।

সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৩১৩৭.৯০ পয়েন্টে। এদিন ২২২৬.৭৯ পয়েন্ট পড়েছে সেনসেক্স। শতাংশের হিসাবে যা ২.৯৬। একই দশা নিফটিরও। ৭৪২.৮৫ শতাংশ পড়ার পর নিফটি দাঁড়িয়েছে ২২১৬১.৬০। ৩.২৪ শতাংশ পতন হয়েছে নিফটিতে।

সকালে বাজার খোলার মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সপ্তাহান্তের ছুটির পর সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছায়।

এই পতনে বিএসইতে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির বাজার মূলধন ২০.১৬ লাখ কোটি টাকা কমে ৩৮৩.৯৫ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে তীব্র বাণিজ্য যুদ্ধের ফলে কাঁচামালের চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ভারতীয় ধাতু কোম্পানির শেয়ার সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে। দেশের অন্যতম বৃহৎ সংস্থা টাটা স্টিলের শেয়ারের দর এক ধাক্কায় ১০ শতাংশ কমে গেছে। একই হাল জিন্দাল, নালকো, আদানি এন্টারপ্রাইজ়েস, সেল, হিন্দুস্তান কপারের মতো কোম্পানিগুলোর।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে