ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফু ওয়াং ফুডে আইনকে বৃদ্ধাঙ্গুলি

২০২৫ এপ্রিল ০৮ ০৯:১৭:৪১
ফু ওয়াং ফুডে আইনকে বৃদ্ধাঙ্গুলি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু ওয়াং ফুডে কোটি কোটি টাকার জালিয়াতির সাথে সাথে কোম্পানিটিতে বিভিন্ন আইনের ব্যত্যয় ঘটিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা থেকে শুরু করে শ্রম আইন ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে তোয়াক্কা করেনি।

ফু ওয়াং ফুডের সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায়েএ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদেরকে সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ফু ওয়াং ফুডে এ শেয়ার ধারন মাত্র ৭.৮৫%।

কোম্পানির আর্থিক হিসাবে সাবেক ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ১.৬৬ কোটি টাকা ঋণ নেওয়া দেখানো হয়েছে। তবে এ বিষয়ে কোন প্রমাণাদি দেখাতে পারেনি নিরীক্ষককে।

শ্রম আইন অনুযায়ি, যেসব কোম্পানিতে ১০০জন স্থায়ী শ্রমিক থাকে, সেসব কোম্পানিতে গ্রুপ বীমা করা বাধ্যতামূলক। এ বিধান সত্ত্বেও গ্রুপ বীমা করেনি ফু-ওয়াং ফুড কর্তৃপক্ষ। এছাড়া স্থায়ী কর্মকর্তাদের জন্য গ্রাচ্যুইটি ফান্ড প্রদান করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন....

ফু-ওয়াং ফুডে কোটি কোটি টাকার জালিয়াতি

নিরীক্ষক জানিয়েছেন, নিরীক্ষার সময় ফু ওয়াং ফুডে নগদ বহি ও খতিয়ানের অভাবে ৯.০৬ কোটি টাকা লেনদেনের উদ্দেশ্য খুঁজে পাননি। এছাড়া ব্যাংকে দেখানো ৮১ লাখ টাকার বিষয়ে নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।

এই কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের ৩০% শেয়ার ধারনের উদ্দেশ্যে ২০২৩ সালের ২৯ মার্চ শেয়ার মানি ডিপোজিট হিসেবে ২ কোটি টাকা সংগ্রহ করা হয়। যে অর্থ ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুযায়ি, প্রাপ্তির ৬ মাসের মধ্যে শেয়ারে রুপান্তর (কনভার্ট) করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ফু ওয়াং ফুড কর্তৃপক্ষ তা করেনি।

ফু ওয়াং ফুডে ২.১৯ কোটি টাকার ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) রয়েছে। যা অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে বিতরনের বাধ্যবাধকতা থাকলেও বাস্তবায়ন করেনি কোম্পানি কর্তৃপক্ষ। এমনকি এই ফান্ড গঠনের শুরু থেকে এখন পর্যন্ত শ্রমিকদের ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ডে অর্থ প্রদান করেনি।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফু ওয়াং ফুডের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১০.৮৪ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯২.১৫ শতাংশ। কোম্পানিটির সোমবার (০৭ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ১৬.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে