ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ঈদ পরবর্তী শেয়ারবাজারে টানা পতন

২০২৫ এপ্রিল ০৮ ১৪:৪৭:৪৯
ঈদ পরবর্তী শেয়ারবাজারে টানা পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটি শেষে প্রথম দুই কার্যদিবসের ন্যায় ৩য় দিনেও (০৮ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে এদিনও লেনদেন বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৮৬ পয়েন্টে। যা সোমবার ৮ পয়েন্ট ও রবিবার ১৪ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ৪৮৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৯ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৭২ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯ টি বা ৩৭.৫৩ শতাংশের। আর দর কমেছে ১৯৪ টি বা ৪৮.৮৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৬০ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪ টির, কমেছে ১১১ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৩৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে