ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

অবশেষে ডিএসইতে উত্থান

২০২৫ এপ্রিল ০৯ ১৪:৪৭:২৫
অবশেষে ডিএসইতে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটি শেষে প্রথম ৩ কার্যদিবস টানা পতন হয় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে বুধবার (০৯ এপ্রিল) মূল্যসূচকের উত্থান হয়েছে। এছাড়া ঈদের পর থেকে টানা উত্থানে রয়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৬ পয়েন্টে। যা মঙ্গলবার ১১ পয়েন্ট, সোমবার ৮ পয়েন্ট ও রবিবার ১৪ পয়েন্ট কমেছিল।

বুধবার ডিএসইতে ৫২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৩ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৫৭ লাখ টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৪ টি বা ৩৬.৪৬ শতাংশের। আর দর কমেছে ১৯৩ টি বা ৪৮.৮৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৬৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮ টির, কমেছে ১০৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫১১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে