ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ডিএসইতে লেনদেনে টানা উত্থান

২০২৫ এপ্রিল ১০ ১৪:৪৪:৫৬
ডিএসইতে লেনদেনে টানা উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটি শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক প্রথম ৩ কার্যদিবস পতন হলেও পরের ২ কার্যদিবস বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রতিদিন।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২০ পয়েন্টে। যা আগেরদিন ১০ পয়েন্ট বেড়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ বুধবার ৫২৭ কোটি ১৯ লাখ টাকা, মঙ্গলবার ৪৮৩ কোটি ৬২ লাখ টাকা, সোমবার ৪৬৯ কোটি ৯০ লাখ টাকা ও রবিবার ৪১৫ কোটি ৫০ লাখ টাকা ছিল। এই লেনদেনের পরিমাণ ঈদের ছুটির আগে শেষ কার্যদিবস হয়েছিল ৩১৫ কোটি ৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯ টি বা ৩৭.৭২ শতাংশের। আর দর কমেছে ১৬৮ টি বা ৪২.৫৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৮ টি বা ১৯.৭৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৪৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে