ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বাদশাহকে তুলোধনা করলেন অভিজিত

২০২৫ এপ্রিল ১১ ১০:০৫:০৬
বাদশাহকে তুলোধনা করলেন অভিজিত

বিনোদন ডেস্ক : ফের শাহরুখ খানকে এক হাত নিলেন অভিজিৎ ভট্টাচার্য। এক সময়ে শাহরুখ খানের ছবিতে তাঁর কণ্ঠে একটি হলেও গান থাকত। পরে তাঁর ছবিতে গান গাওয়া বন্ধ করে দেন অভিজিৎ। কেন কাজ বন্ধ করেছিলেন, তা নিয়ে কথা বলেছিলেন গায়ক।

সাক্ষাৎকারে পরোক্ষভাবে শাহরুখের ছবি ‘চলতে চলতে’র ব্যর্থতা নিয়েও কথা বলেন অভিজিৎ। সেই ছবির গানগুলি তাঁরই গাওয়া। অভিজিৎ জানিয়েছিলেন, ছবির গানগুলিই কেবল ভাল। ছবিটি মোটেও ভাল নয়।

গায়কের কথায়, “শাহরুখ ও আমি ছিলাম যমজ ভাইয়ের মতো। কণ্ঠের দিক থেকে তেমনই ছিলাম আমরা।” তার পরেই খোঁচা দিয়ে অভিজিৎ বলেন, “এখন আমি বুঝি, এই গানগুলো আসলে আমার নয়। ওগুলি শাহরুখ নিজেই গেয়েছেন, নিজেই লিখেছেন। ছবিটাও শাহরুখ তৈরি করেছে। চিত্রগ্রাহকও শাহরুখ। সবই শাহরুখ। আমি আর কী করতে পারি!”

আক্ষেপের সুরে অভিজিৎ বলেছিলেন, “আসলে লোকে বলে, শাহরুখের গান। বুঝেছি, সত্যিই এ তো আমার গান নয়। ওই সব করে। আমি কেউ নই।” ‘চলতে চলতে’ ছবিটি অত্যন্ত মাঝারি মাপের বলেও জানিয়েছিলেন তিনি।

শাহরুখের সম্পর্কে আর এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেছিলেন, “এমন নয় যে, শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু শাহরুখ এখন আর মানুষ নেই। উনি এখন বিরাট মাপের তারকা। নিজেও হয়তো জানেন না, কোথায় পৌঁছে গিয়েছে। তাই ওঁর থেকে আমি আর কী-ই বা আশা করব? আমি যেমন ছিলাম, তেমনই রয়ে গিয়েছি। আমি নিজের মতো করে এগিয়েছি। আমি শাহরুখের চেয়ে ৫-৬ বছরের বড়। সে প্রায় ৬০ পেরিয়েছেন। আমিও ষাটোর্ধ্ব। তাই কারও ক্ষমা চাওয়ারই প্রশ্ন উঠছে না। দু’জনেরই আত্মসম্মানবোধ রয়েছে।”

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে