ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

আইপিএলে রেকর্ড কোহলির

২০২৫ এপ্রিল ১১ ১০:১১:০৩
আইপিএলে রেকর্ড কোহলির

খেলাধূলা ডেস্ক : আইপিএলে একের পর এক রেকর্ড গড়ছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেও একটি রেকর্ড করেছেন তিনি। সকলকে ছাপিয়ে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার।

দিল্লির বিরুদ্ধে ১৪ বলে ২২ রান করেছেন কোহলি। মেরেছেন দু’টি ছক্কা ও একটি চার। আইপিএলে ১০০০-এর বেশি চার-ছক্কা মেরেছেন কোহলি। তিনিই একমাত্র ব্যাটার যাঁর কোনও টি-টোয়েন্টি লিগে হাজারের বেশি চার-ছক্কা রয়েছে। আইপিএলে এখনও পর্যন্ত তাঁর চার-ছক্কার সংখ্যা ১০০১। তার মধ্যে ৭২১টি চার ও ২৮০টি ছক্কা। আইপিএলে এটি কোহলির ১৮তম বছর। ২৫৬টি ম্যাচে এই কীর্তি হয়েছে তাঁর।

তালিকায় কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। আইপিএলে ৯২০টি চার-ছক্কা মেরেছেন তিনি। তার মধ্যে ৭৬৮টি চার ও ১৫২টি ছক্কা। এবার অবশ্য দল পাননি ধাওয়ান। ফলে তাঁর চার-ছক্কার সংখ্যা আর বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তিন নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি মোট ৮৯৯টি চার-ছক্কা মেরেছেন। তার মধ্যে ৬৬৩টি চার ও ২৩৬টি ছক্কা। ওয়ার্নারও এবার নিলামে দল পাননি। অর্থাৎ, ধাওয়ানের মতো তাঁরও আর চার-ছক্কার সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, কোহলি আগামী দিনে বাকিদের থেকে আরও এগিয়ে যাবেন।

কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের শুরু থেকেই একই দলে খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনবার ফাইনালে উঠলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। এটি ১৮তম বছর। কোহলির জার্সির সংখ্যাও ১৮। এই বছর কি তবে তাঁর হতে চলেছে। উত্তর পেতে এখনও অপেক্ষা করতে হবে। তবে এবার ছন্দেই রয়েছেন কোহলি। ছন্দে রয়েছে দলও। ফলে হাসি ফুটছে বেঙ্গালুরুর সমর্থকদের মুখে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে