ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ভারতের সেনসেক্স সূচক বেড়েছে ১৩১০ পয়েন্ট

২০২৫ এপ্রিল ১৩ ০৮:৪৮:১৩
ভারতের সেনসেক্স সূচক বেড়েছে ১৩১০ পয়েন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : চিন ছাড়া বাকি দেশগুলোতে অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিন পিছিয়েছে আমেরিকা। ফলে সে দেশে ভারত থেকে যাওয়া পণ্যে আপাতত ২৬% শুল্ক বসছে না। তারপরেও এই তিন মাসের মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে অন্তত আংশিক বাণিজ্য চুক্তি সারতে কার্যত মরিয়া নয়াদিল্লি। যার প্রতিফলন দেখা গেল ভারতের শেয়ারবাজারে।

বাণিজ্য যুদ্ধের গোটা ঘটনায় ইতিবাচক মোড় খুঁজে পেয়ে শুক্রবার ১৩১০.১১ পয়েন্ট বেড়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স। ফের পৌঁছাল ৭৫,১৫৬.২৬ অঙ্কে। এক সময় সেনসেক্স সূচকটি বেড়েছিল ১৬২০ পয়েন্ট।

ওইদিন বিনিয়োগকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৭.৮৫ লক্ষ কোটি টাকা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফ্‌টি সূচকটি ৪২৯.৪০ বেড়ে ছুঁয়েছে ২২,৮২৮.৫৫।

বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘শুল্ক চাপার দিনক্ষণ পিছনোর তাৎক্ষনিক প্রভাব পড়েছে। জ্বালানি জোগাচ্ছে মূল্যবৃদ্ধির মাথা নামানো এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটাইও।’’ যদিও একে ঘুরে দাঁড়ানো বলতে নারাজ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ। বরং উত্থান স্থায়ী হওয়া নিয়ে সংশয়ী তিনি। বলেন, ‘চিন-আমেরিকার তিক্ত সম্পর্ক অনিশ্চয়তা বহাল রাখবে।’’

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে