ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৫ এপ্রিল ১৩ ১৫:০৩:৪৪
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১৩এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৭০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৯ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪১৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৪০ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২৫ কোটি ৮৫ লাখ টাকার বা ২৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯ টি বা ১৯.৮৯ শতাংশের। আর দর কমেছে ২৭০ টি বা ৬৮.০১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১১৯ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৭১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে