ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে টানা পতনে বিনিয়োগকারীরা দিশেহারা

২০২৫ এপ্রিল ১৬ ১৫:০০:৩০
শেয়ারবাজারে টানা পতনে বিনিয়োগকারীরা দিশেহারা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুইদিনের ন্যায় বুধবারও (১৬এপ্রিল) দেশের প্রধানেউভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে লেনদেন কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১০৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৮ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৩৯৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪৬ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৯ কোটি ৭১ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২০ টি বা ৩০.৩০ শতাংশের। আর দর কমেছে ২১২টি বা ৫৩.৫৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২ টির, কমেছে ১২১ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩২৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে