ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাকসুদ কমিশনে অনাস্থা : পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা

২০২৫ এপ্রিল ১৭ ১৪:৪৪:১২
মাকসুদ কমিশনে অনাস্থা : পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারে পতনে। এরইমধ্যে বিনিয়োগকারীদের একটি গ্রুপ দিশেহারা হয়ে পড়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পক্ষ থেকে মাকসুদের পদত্যাগের দাবি জোরালোও হয়েছে। এমনকি বিএসইসির সব কর্মকর্তা-কর্মচারীরাও তার পদত্যাগ চায়। তবে তিনি চেয়ার ছাড়তে রাজি নন।

শেয়ারবাজারে পতনের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই মানববন্ধন ও বিক্ষোভ করে আসছে বিনিয়োগকারীরা। এমনকি খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে নিয়ন্ত্রক সংস্থাটির মূল ফটকে তালা লাগিয়ে দেয় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। এরপরে বিনিয়োগকারীদের ভয়ে বিএসইসিতে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া গত ৫ মার্চ বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারীরা তার পদত্যাগ চেয়ে কর্মবিরতিতে যায়। তবে তিনি বিএসইসি চেয়ারম্যানের চেয়ার ছাড়তে নারাজ। এজন্য বিএসইসিতে আওয়ামী কায়দায় ভয়ের রাজত্ব কায়েম করেছেন।

তবে থেমে নেই শেয়ারবাজারে পতন। কোনভাবেই মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের উপরে আস্থা পাচ্ছে না বিনিয়োগকারীরা। যাতে করে গত ৪ কার্যদিবস ধরে টানা পতনে রয়েছে শেয়ারবাজার। এ ৪ কার্যদিবসের পতনে অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে অসহায় হয়ে পড়েছে। অথচ তার পদত্যাগে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ১ হাজার বাড়বে বলে বিশ্বাস করেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৯৭ পয়েন্টে। যা বুধবার ২৬ পয়েন্ট, মঙ্গলবার ৩৮ পয়েন্ট ও সোমবার ৩৬ পয়েন্ট কমেছে। এই ৪ কার্যদিবসের ১০৮ পয়েন্টের পতনে অনেক বিনিয়োগকারী দিশেহারা হয়ে পড়েছে।

এদিন ডিএসইতে ৩৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৯৬ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৭ কোটি ১২ লাখ টাকার বা ১৪ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪ টি বা ৩১.৩১ শতাংশের। আর দর কমেছে ১৯০ টি বা ৪৭.৯৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮২ টি বা ২০.৭১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১০৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪২৭৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে