ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

২০২৩ অক্টোবর ১৮ ১৭:৪৫:০৬
শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

বুধবার (১৮ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমে গেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৭৮. পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮.৫৫ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৭২ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬০ কোটি বা ১১.৭১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৫ টি বা ২৮.২৪ শতাংশের। আর দর কমেছে ৬৩ টি বা ২০.৯৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৫৩ টি বা ৫০.৮৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ৪৪টির এবং পরিবর্তন হয়নি ৫২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৭৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে