ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শীর্ণ চেহারার আসল কারণ জানালেন প্রযোজক

২০২৫ এপ্রিল ১৮ ১০:১৩:১৯
শীর্ণ চেহারার আসল কারণ জানালেন প্রযোজক

বিনোদন ডেস্ক : তারকাদের চেহারার দিকে নজর থাকে সকলের। তাঁদের সামান্য ওজন বাড়া-কমাও নজর এড়ায় না। বিশেষত গত কয়েক বছরে ছবিশিকারিদের বাড়বাড়ন্তে তারকাজীবনের খুঁটিনাটি রয়েছে আগ্রহীদের নখদর্পণে।

এমন পরিস্থিতিতে গত কয়েক মাসে আলোচনা জোরদার হয়েছে করণ জোহরকে নিয়ে। চোখে পড়ার মতো রোগা হয়ে গিয়েছেন পরিচালক-প্রযোজক। এমনকি অনুরাগীমহলে শুরু হয়ে গিয়েছিল কানাঘুষো— তবে কি অসুস্থ হয়ে পড়েছেন করণ? বড় কোনও অসুখেই কি এমন ওজন হ্রাস!

অথচ, করণকে নিয়মিত দেখা যাচ্ছে কোনও না কোনও অনুষ্ঠানে, বন্ধুদের জমায়েতে। ফলে ওষুধ খেয়ে ওজন কমানোর বিষয়টি নিয়েও শুরু হয়েছিল আলোচনা। অনেকেই বলতে শুরু করেছিলেন, দ্রুত ওজন কমাতে বিজ্ঞানের শরণাপন্ন হয়েছেন করণ। কিন্তু এবার সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন তিনি নিজেই। একই সঙ্গে আশ্বস্ত হলেন অনুরাগীরাও। অসুস্থতা নয়, বরং পরিশ্রম করে মেদ ঝরিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তাঁর আসন্ন ছবি ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচার হিসাবে সমাজমাধ্যমে লাইভ করেন প্রযোজক। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন করণ। তখনই উঠে আসে তাঁর সাম্প্রতিক চেহারার কথাও। করণ সাফ জানান, কোনও ওষুধ খেয়ে ওজন ঝরাননি তিনি। বরং পরিশ্রম করেছেন।

করণ বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনও ওষুধ খাইনি।” পাশাপাশি অনুরাগীরা তাঁর ভগ্ন স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ায় তাঁদেরও আশ্বস্ত করেছেন। বলেছেন, “আরে আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি, এত হালকা অনুভব করিনি। যথাযথ উপায়েই আমি ওজন কমিয়েছি।” করণ জানিয়েছেন, তিনি রোজ সকালে লাফিয়ে ওঠেন, নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর তাই তিনি এখন দারুণ খুশি।

শুধু এটুকুই নয়, কী ভাবে এক বেলা খেয়ে নিজের ওজন কমিয়েছেন— তা-ও সবিস্তার জানিয়েছেন অনুরাগীদের।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে