ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ১০৭ কোটি টাকা

২০২৫ এপ্রিল ১৯ ১১:০০:৪৪
বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ১০৭ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৩-১৭এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১ হাজার ১০৭ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৩৪ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১ হাজার ১০৭ কোটি টাকা বা ০.১৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫৯৬ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৪০ কোটি ২১ লাখ টাকার বা ৩৪ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৪৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৭ টির বা ১৯.৪৪ শতাংশের, কমেছে ২৯৯ টির বা ৭৫.৫০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির বা ৫.০৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪১ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫০ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪২৫৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৫টির দর বেড়েছে, ২১৮ টির দর কমেছে এবং ১৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে