ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতে ১৭ মাস বয়সের শিশু পেল ৩.৩ কোটির লভ্যাংশ

২০২৫ এপ্রিল ১৯ ১১:২৯:৩৩
ভারতে ১৭ মাস বয়সের শিশু পেল ৩.৩ কোটির লভ্যাংশ

অর্থ বাণিজ্য ডেস্ক : বয়স মাত্র ১৭ মাস। কিন্তু, তাতে কী। দাদার থেকে উপহারে পাওয়া শেয়ারের লভ্যাংশ থেকে রাতারাতি ধনীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে ওই দুধের শিশু। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই খবর প্রকাশ্যে আসতেই ভারত জুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। শুধু তা-ই নয়, তার নামে থাকা শেয়ারের লভ্যাংশ থেকে মোট আয়ের অঙ্ক সাড়ে ১০ কোটি টাকা ছাপিয়ে যাবে বলে জানা গেছে।

১৭ মাসের শিশুটির নাম একাগ্র রোহন মূর্তি। সম্পর্কে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাতি সে। বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানিটির ১৫ লক্ষ শেয়ার রয়েছে তার। চলতি বছরের মার্চে শেষ হওয়া অর্থবছরের ব্যবসায় লভ্যাংশ ঘোষণা করে ইনফোসিস। এর ফলে দু’বছরের জন্মদিন পালনের আগেই ধনীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে একাগ্র।

বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সুখবর শোনায় ইনফোসিস। ২০২৪-’২৫ আর্থিক বছরের জন্য শেয়ার প্রতি ২২ টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি। সেই হিসাবে গত আর্থিক বছরের জন্য ৩.৩ কোটি টাকা পাবে একাগ্র। লভ্যাংশ বাবদ এ যাবৎ তার মোট আয়ের পরিমাণ ১০.৬৫ কোটি হবে বলে ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে।

পরিবার সূত্রে খবর, একাগ্রর যখন চার মাস বয়স, তখনই তাকে শেয়ারগুলি উপহার দেন দাদা নারায়ণ মূর্তি। ইনফোসিসের মোট শেয়ারের ০.০৪ শতাংশ নাতির নামে লিখে দিয়েছেন তিনি। ওই সময়ে উপহার হিসাবে দেওয়া শেয়ারগুলির বাজারমূল্য ছিল ২৪০ কোটি টাকার বেশি।

মূর্তি দম্পত্তির (নারায়ণ এবং সুধা মূর্তি) ছেলে রোহন সংসার বেঁধেছেন অপর্ণা কৃষ্ণণের সঙ্গে। ২০২৩ সালের নভেম্বরে তাঁদের কোলে আসে একাগ্র। বেঙ্গালুরুতে জন্ম তার। দেশের সর্বকনিষ্ঠ কোটিপতির নামে রয়েছে ইনফোসিসের ০.০৪ শতাংশ শেয়ার।

নাতিকে শেয়ার উপহার দেওয়ার পর গত এক বছর পাঁচ মাসে মোট তিনবার লভ্যাংশ ঘোষণা করেছে নারায়ণ মূর্তির ইনফোসিস। এর আগে শেয়ার প্রতি ৪৯ টাকা লভ্যাংশ দিয়েছিল এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি। ফলে বছরের শুরুতেই ৭.৩৫ কোটি টাকা পেয়েছিল একাগ্র।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে