ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা : তিনটির ‘নো’

২০২৩ অক্টোবর ১৮ ২৩:১৭:৩৯
তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা : তিনটির ‘নো’

বুধবার (১৮ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সভা করেছে। এরমধ্যে ৩ কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এবং বাকি ৩টির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ, শেয়ারপ্রতি মুনাফা/লোকসান ও রেকর্ড ডেটের তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম

ইপিএস (টাকা)

লভ্যাংশের হার

রেকর্ড ডেট

জেএমআই হসিপিটাল

২.৪১

৫% নগদ

২৬ নভেম্বর

ইভিন্স টেক্সটাইল

০.০৯

২.২৫% নগদ

১৪ নভেম্বর

আরগন ডেনিমস

০.৬৮

১০% নগদ

১৪ নভেম্বর

আর.এন স্পিনিং

(০.০৮)

০০

১২ নভেম্বর

ফার কেমিক্যাল

(১.১২)

০০

১২ নভেম্বর

রানার অটোমোবাইল

(৭.৭৫)

০০

১৯ নভেম্বর

উল্লেখ্য যেসব কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে সেগুলো () ব্রাকেট দিয়ে আবদ্ধ করে দেয়া হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে