ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে টানা পতন : সমাধানে মাকসুদ কমিশনের পদত্যাগের বিকল্প নেই

২০২৫ এপ্রিল ২১ ১৪:৪৭:১০
শেয়ারবাজারে টানা পতন : সমাধানে মাকসুদ কমিশনের পদত্যাগের বিকল্প নেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারে পতনে। এরইমধ্যে বিনিয়োগকারীদের একটি গ্রুপ দিশেহারা হয়ে পড়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পক্ষ থেকে মাকসুদের পদত্যাগের দাবি জোরালোও হয়েছে। এমনকি বিএসইসির সব কর্মকর্তা-কর্মচারীরাও তার পদত্যাগ চায়। তবে তিনি চেয়ার ছাড়তে রাজি নন। অথচ তার পদত্যাগেই শেয়ারবাজারে চলমান সমস্যার একমাত্র সমাধান বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের উপরে আস্থা নেই বিনিয়োগকারী থেকে শুরু করে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদেরই। যাতে করে গত ৬ কার্যদিবস ধরে টানা পতনে রয়েছে শেয়ারবাজার। এই ৬ কার্যদিবসের পতনে অসংখ্য বিনিয়োগকারী পুঁজি হারিয়ে অসহায় হয়ে পড়েছে। অথচ তার পদত্যাগে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ১ হাজার বাড়বে বলে বিশ্বাস করেন বিনিয়োগকারীরা।

বাজার সংশ্লিষ্টরা জানান, বর্তমান কমিশনের উপর কারোরই আস্থা নেই। এই কমিশন শেয়ারবাজারের কিছুই বুঝে না। এখন কেউই রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে চাচ্ছেন না। যাদের পদত্যাগে শেয়ারবাজারে ঘুরে দাড়ানো সম্ভব। এসব কিছু মাকসুদের নেতৃত্বাধীন কমিশন জানেও। তারপরেও তারা নির্লজ্জভাবে চেয়ার আকড়ে ধরে রেখেছে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৪১ পয়েন্টে। যা রবিবার ২৩ পয়েন্ট, বৃহস্পতিবার ৮ পয়েন্ট, বুধবার ২৬ পয়েন্ট, মঙ্গলবার ৩৮ পয়েন্ট ও সোমবার ৩৬ পয়েন্ট কমেছে। এই ৬ কার্যদিবসের ১৬১ পয়েন্টের পতনে অনেক বিনিয়োগকারী দিশেহারা হয়ে পড়েছে।

এদিন ডিএসইতে ৩৫৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৭ লাখ টাকার বা ২ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩ টি বা ২৫.৯৪ শতাংশের। আর দর কমেছে ২৩৪ টি বা ৫৮.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১১৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১২৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে