ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৭৫ টাকা কাট-অফ প্রাইসের রানারের ‘নো’ ডিভিডেন্ড

শিল্প পুরুস্কার পাওয়ার রানারের ৮৮ কোটি টাকা লোকসান

২০২৩ অক্টোবর ১৯ ০৯:০১:৪৩
 শিল্প পুরুস্কার পাওয়ার রানারের ৮৮ কোটি টাকা লোকসান

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাওয়া রানার অটোমোবাইলসের ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৮৮ কোটি টাকা লোকসান হয়েছে। অথচ কোম্পানিটি ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজারে উচ্চ প্রিমিয়ামে শেয়ার ইস্যু করেছিল। যার বিপরীতে এখন কোন লভ্যাংশ বা রিটার্ন পাবে না বিনিয়োগকারীরা।

রানার অটোমোবাইলসের ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি (৭.৭৫) টাকা হিসেবে মোট ৮৭ কোটি ৯৯ লাখ টাকার নিট লোকসান হয়েছে। ফলে কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অথচ মুনাফা বাড়ানোর লক্ষ্যে শেয়ারবাজারে আসে রানার অটোমোবাইলস। কোম্পানিটি আইপিও ফান্ডের ১০০ কোটি টাকার মধ্যে ৩৩ কোটি দিয়ে ঋণ পরিশোধের পাশাপাশি ৬৩ কোটি টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারনে ব্যবহারের কথা ছিল। এরমধ্যে চেসিস ওয়েল্ডিং লাইনের জন্য ১২ কোটি ১৮ লাখ টাকা, বডি ওয়েল্ডিং লাইনের জন্য ৭ কোটি ১০ লাখ টাকা, প্রিন্ট বুথের জন্য ২৭ কোটি ৭২ লাখ টাকা এবং ভেহিক্যাল অ্যাসেম্বিলিং ও টেস্টের জন্য ১ কোটি ৬০ লাখ টাকা ব্যবহারের কথা জানিয়েছিল। ছবি ১

বুক বিল্ডিংয়ে ৭৫ টাকা কাট-অফ প্রাইস নির্ধারন হওয়া রানার অটোমোবাইলসের শেয়ার দর বুধবার (১৮ অক্টোবর) দাঁড়িয়েছে ৪৮.৪০ টাকায়। ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। যার ৫৮.৭৭ শতাংশই (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) মালিকানা শেয়ারবাজারের বিভিন্ন বিনিয়োগকারীদের।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে