ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তানের টানাপোড়নে বন্ধ হয়ে যায় করাচির শেয়ারবাজার

২০২৫ এপ্রিল ২৪ ১৯:০৩:০৭
ভারত-পাকিস্তানের টানাপোড়নে বন্ধ হয়ে যায় করাচির শেয়ারবাজার

অর্থ বাণিজ্য ডেস্ক : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক্যে ফাটল দেখা দিয়েছে। তৈরী হয়েছে সামরিক পদক্ষেপের শঙ্কা। এই পরিস্থিতিতে হঠাৎ করেই বন্ধ করা হয় করাচির শেয়ার বাজার।

বুধবার (২৩ এপ্রিল) লেনদেন চলাকালীন ইসলামাবাদের বিরুদ্ধে পাঁচ দফা পদক্ষেপ নেয় নয়াদিল্লি। সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স)। শুধু তা-ই নয়, ওই সময়ে শেয়ার বাজারের ওয়েবসাইটে লেখা ছিল দু’টি বাক্য। সেগুলি হল, ‘‘আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। রক্ষণাবেক্ষণের কাজ চলায় পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত পিএসএক্সের সাইট বন্ধ রাখা হচ্ছে।’’ এরপর বাজার খুললেও পাক স্টকের সূচকে নামে ধস।

এদিন ১,৩০০ পয়েন্ট নিম্নমুখী হয়েছে সে দেশের স্টকের সূচক। শতাংশের নিরিখে যা ১.১ বলে জানা গেছে। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে সূচকের উপরে ওঠার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের দাবি, ভারতের নেওয়া পদক্ষেপে ইসলামাবাদের বড় ধরনের আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। কারণ, ইতিমধ্যেই ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। শুধু তা-ই নয়, এই চুক্তি ভেঙে নয়াদিল্লি বেরিয়ে গেলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সেচ ব্যবস্থা। সে ক্ষেত্রে অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে। কারণ, সিন্ধু ও তার উপনদীগুলির জলের উপরেই ইসলামাবাদের ৮০ শতাংশ কৃষি নির্ভরশীল।

দ্বিতীয়ত, পহেলগাঁও হামলার ঘটনায় আট্টারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ১ মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে এই সীমান্ত দিয়েই তাঁদের ফিরে যেতে হবে। এতে বাণিজ্যিক ভাবে ইসলামাবাদের মার খাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকেরা মনে করেন, এ সব বুঝতে পেরেই রক্ষণাবেক্ষণের বাহানা দিয়ে শেয়ারবাজার বন্ধ করেছে পাক সরকার। নইলে সূচকের আরও বেশি পরিমাণে পতন দেখতে পাওয়া যেত। যদিও গোটা বিষয়টিকে কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। তবে সরকারি ভাবে আলাদা করে কোনও বিবৃতি দেয়নি তারা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে