ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

২০২৫ এপ্রিল ২৫ ১১:১৪:৪৮
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

রবিবার (২০ এপ্রিল) অর্থ বাণিজ্য পত্রিকায় ‘শেয়ারবাজারে এসেও নিয়মিত অনিয়ম করছে আছিয়া ফুডস’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ। তারা প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। কিছু স্বার্থম্বেষী মহল চক্রান্ত করে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমন মিথ্যা সংবাদ প্রচার করেছে দাবি করেছে।

তারা প্রতিবাদলিপিতে জানিয়েছেন, সংবাদটিতে (২০২৩-২৪) অর্থবছরের নিরীক্ষা বিষয়ক যে অনিয়মের কথা বলা হয়েছে, তা সংশোধন ও প্রতিপালন কাজ চলমান আছে, যা ২০২৪-২৫ অর্থবছরে প্রতিফলিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে কোম্পানীটি ভ্যাট ও আয়কর সংক্রান্ত বিধিসমূহ পালন করতে সচেষ্ট রয়েছে। এছাড়া, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সালের সকল প্রযোজ্য ধারা আমরা মেনে চলতে বদ্ধ পরিকর। দেশে এবং দেশের বাহিরে চলমান অস্থিরতা ও অরাজকতার মধ্যে ব্যবসায়িক কাজ পরিচালনা করা বর্তমানে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।

প্রতিবেদকের বক্তব্য : আছিয়া সী ফুডস নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে তুলে ধরা বিভিন্ন অসংঙ্গতি নিয়ে করা হয়েছে। নিরীক্ষকের ওই প্রতিবেদনের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষও অবহিত। এছাড়া তারা নিজেরাও প্রতিবাদলিপিতে ওইসব অসংঙ্গতি হয়নি বলে অস্বীকার করেনি। বরং ওইসব অসংঙ্গতি সংশোধনের কাজ করছে বলে জানিয়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের আর্থিক হিসাবেও নিরীক্ষক বিভিন্ন অসংঙ্গতি তুলে ধরেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে