ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ভারত-পাক সংঘাতে বাজার থেকে গায়েব ৯ লক্ষ কোটি

২০২৫ এপ্রিল ২৫ ২২:১৮:১৫
ভারত-পাক সংঘাতে বাজার থেকে গায়েব ৯ লক্ষ কোটি

অর্থ বাণিজ্য ডেস্ক : পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। এবার তার সরাসরি প্রভাব দেখা গেল ভারতের শেয়ারবাজারে। এর জেরে পর পর দু’দিন নিম্নমুখী সেনসেক্স ও নিফটি।

এ দিন ৫৮৮.৯০ পয়েন্ট কমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক। এর মাধ্যমে সূচকটি ৭৯,২১২.৫৩ পয়েন্টে নেমেছে।

অন্য দিকে ২৪,০৩৯.৩৫ পয়েন্টে থেমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক। নিফটি ৫০-এ ২০৭.৩৫ পয়েন্টের পতন দেখা গেছে।

সূচক নিম্নমুখী হওয়ায় এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধনের অঙ্ক ৪৩০ লক্ষ কোটি থেকে কমে ৪২১ লক্ষ কোটিতে চলে এসেছে। এ দিন এই বাজারের বিনিয়োগকারীদের মোট লোকসানের অঙ্ক দাঁড়িয়েছে ৯ লক্ষ কোটি টাকা।

শুধু তাই নয়, তথ্যপ্রযুক্তি বাদ দিলে দিনভর বাকি সমস্ত কোম্পানি ছিল রেড জ়োনে। ধাতু সংকর, রাষ্ট্রায়ত্ত, টেলিকম, বিদ্যুৎ, তেল ও গ্যাস এবং রিয়্যাল এস্টেট কোম্পানিগুলোর ক্ষেত্রে দুই থেকে তিন শতাংশ পর্যন্ত কমেছে শেয়ার দর।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে