ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মুনাফার ৬৬ শতাংশই রেখে দেবে বেক্সিমকো ফার্মা

২০২৩ অক্টোবর ২২ ১০:০৫:৫২
মুনাফার ৬৬ শতাংশই রেখে দেবে বেক্সিমকো ফার্মা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩৪ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৬৬ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বেক্সিমকো ফার্মার ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ১০.৩৪ টাকা হিসাবে ৪৬১ কোটি ২৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৫ শতাংশ হিসেবে ১৫৬ কোটি ১৪ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৩৩.৮৫ শতাংশ। বাকি ৩০৫ কোটি ১৪ লাখ টাকা বা ৬৬.১৫ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

এর আগের অর্থবছরে বেক্সিমকো ফার্মার শেয়ারপ্রতি ১১.২০ টাকা হিসাবে ৪৯৯ কোটি ৮৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৫ শতাংশ হিসেবে ১৫৬ কোটি ১৪ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছিল। যা ছিল মুনাফার ৩১.২৫ শতাংশ। বাকি ৩৪৩ কোটি ৭২ লাখ টাকা বা ৬৮.৭৫ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হয়েছিল।

উল্লেখ্য ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বেক্সিমকো ফার্মার বর্তমানে ৪৪৬ কোটি ১১ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৮৬ শতাংশ। শনিবার (২১ অক্টোবর) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৪৬.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে