ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

স্কয়ার ফার্মা দেবে ৯৩১ কোটি টাকার নগদ লভ্যাংশ

২০২৩ অক্টোবর ২৩ ০৬:৪৫:৫৫
স্কয়ার ফার্মা দেবে ৯৩১ কোটি টাকার নগদ লভ্যাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের৯৩১ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এমন একটি কোম্পানি শেয়ার ফ্লোর প্রাইস (দর পতনের বেধেঁ দেওয়া সর্বনিম্ন সীমা) ২০৯.৮০ টাকায় আটকে থাকে বেশিরভাগ সময়।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, স্কয়ার ফার্মা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ হারে শেয়ারপ্রতি ১০.৫০ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মোট ৯৩০ কোটি ৭৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এর আগের অর্থবছর শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১০ টাকা করে মোট ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়।

এ কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২১.৪১ টাকা হিসেবে ১ হাজার ৮৯৭ কোটি ৮৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৯৩০ কোটি ৭৭ লাখ টাকার বা ৪৯% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ৯৬৭ কোটি ১২ লাখ টাকা বা ৫১% রিজার্ভে যোগ হবে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্কয়ার ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৫.৩৩ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে