ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সত্যিকারের বন্ধু কাকে বলে, কিছুই বোঝেননি রেসি

২০২৩ জুলাই ৩১ ২০:২০:১৩
সত্যিকারের বন্ধু কাকে বলে, কিছুই বোঝেননি রেসি

তারকাদের সঙ্গে এখন ভক্তদের নিয়মিত যোগাযোগ হয়। সেই যোগাযোগের মাধ্যম ফেসবুক। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের সেসব ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে প্রথমবার দেখা যাবে গুণী অভিনেতা তারিক আনাম খানকে। এই অভিনেতা ফেসবুক স্ট্যাটাসে সিরিজটির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘চরকিতে আমার প্রথম কাজ। ওয়েব সিরিজ “ভাইরাস”। আর পরিচালক অনম বিশ্বাসের প্রথমবার। নতুন কিছু ভিন্ন কিছু। আসছে খুব শিগগির। আমি খুবই এক্সসাইটেড।’ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে প্রথমবার দেখা যাবে গুণী অভিনেতা তারিক আনাম খানকে। এই অভিনেতা ফেসবুক স্ট্যাটাসে সিরিজটির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘চরকিতে আমার প্রথম কাজ। ওয়েব সিরিজ “ভাইরাস”। আর পরিচালক অনম বিশ্বাসের প্রথমবার। নতুন কিছু ভিন্ন কিছু। আসছে খুব শিগগির। আমি খুবই এক্সসাইটেড।’ছবি: ফেসবুক

তৌসিফ, সিয়াম, জোভান, টয়ারা দীর্ঘদিনের বন্ধু। সম্প্রতি একসঙ্গে ব্যাংকক থেকে তাঁরা ঘুরে এসেছেন। এবার তাঁরা মিলিত হলেন বন্ধু দিবসে। ছবিটি পোস্ট করে তৌসিফ লিখেছেন, সন্ধ্যা ৬টায় সাফা বলল, “তোরা জানিস, আজকে ফ্রেন্ডশিপ ডে ছিল?” অতঃপর রাত ১২টার ১ মিনিট আগে!’তৌসিফ, সিয়াম, জোভান, টয়ারা দীর্ঘদিনের বন্ধু। সম্প্রতি একসঙ্গে ব্যাংকক থেকে তাঁরা ঘুরে এসেছেন। এবার তাঁরা মিলিত হলেন বন্ধু দিবসে। ছবিটি পোস্ট করে তৌসিফ লিখেছেন, সন্ধ্যা ৬টায় সাফা বলল, “তোরা জানিস, আজকে ফ্রেন্ডশিপ ডে ছিল?” অতঃপর রাত ১২টার ১ মিনিট আগে!’ছবি: ফেসবুক

গতকাল কলকাতায় প্রদর্শিত হয়েছে ‘লাল শাড়ি’ সিনেমা। সেই সিনেমা প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে সিনেমাটির নায়ক সাইমন সাদিক। তিনি ভক্তদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কলকাতার মানুষের এই ভালোবাসা আজীবন মনে থাকবে।’গতকাল কলকাতায় প্রদর্শিত হয়েছে ‘লাল শাড়ি’ সিনেমা। সেই সিনেমা প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে সিনেমাটির নায়ক সাইমন সাদিক। তিনি ভক্তদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কলকাতার মানুষের এই ভালোবাসা আজীবন মনে থাকবে।’ছবি: ফেসবুক

‘অনেক দূরে একটি ভিড় ঘরে, আমরা যখন মুহূর্তের জন্য আমাদের দৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, তখন আমরা এমন ভাষায় কথা বলেছিলাম যে আমাদের হৃদয় শুধু বুঝতে পারত।’ ছবিটি পোস্ট করে লিখেছেন মেহজাবীন চৌধুরী।‘অনেক দূরে একটি ভিড় ঘরে, আমরা যখন মুহূর্তের জন্য আমাদের দৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, তখন আমরা এমন ভাষায় কথা বলেছিলাম যে আমাদের হৃদয় শুধু বুঝতে পারত।’ ছবিটি পোস্ট করে লিখেছেন মেহজাবীন চৌধুরী।ছবি: ফেসবুক

একসময় সিনেমায় নিয়মিত অভিনয় করলেও এখন তেমন আর অভিনয়ে দেখা যায় না অভিনেত্রী রেসিকে। তবে তিনি ফেসবুকে সক্রিয় থাকেন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ পর্যন্ত কোনো বন্ধু নাই। সত্যিকারের বন্ধু কাকে বলে কিছুই বুঝলাম না।’ একসময় সিনেমায় নিয়মিত অভিনয় করলেও এখন তেমন আর অভিনয়ে দেখা যায় না অভিনেত্রী রেসিকে। তবে তিনি ফেসবুকে সক্রিয় থাকেন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ পর্যন্ত কোনো বন্ধু নাই। সত্যিকারের বন্ধু কাকে বলে কিছুই বুঝলাম না।’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে