ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সোনালি লাইফে আইনের ব্যত্যয়

২০২৩ আগস্ট ০২ ১২:৩০:৩৬
সোনালি লাইফে আইনের ব্যত্যয়

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি লাইফ ইন্স্যুরেন্সে শ্রম আইনের ব্যত্যয় পেয়েছে নিরীক্ষক। এছাড়া ভবনে ফ্লোর কেনা নিয়ে পেয়েছে অসঙ্গতি। কোম্পানিটির ২০২২ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির বিদ্যমান অফিস ভবনের বিভিন্ন ফ্লোরে অফিসের জন্য জায়গা কেনা হয়েছে। যা ব্যবহারও শুরু করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই জায়গার জন্য কোম্পানির নামে রেজিস্ট্রি করা হয়নি।

এদিকে শ্রম আইনের ধারা ২(১০) অনুযায়ি, বীমা কোম্পানিটিতে গ্র্যাচ্যুইটি ফান্ড গঠন করা বাধ্যতামূলক। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ তা করেনি।

উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোনালি লাইফের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৭ কোটি ৫০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৫.১৫ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (০১ আগস্ট) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৮৮.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে