ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বড় জরিমানার মূখে সোনালি আঁশ

২০২৩ নভেম্বর ০৮ ০৯:০৭:৫১
বড় জরিমানার মূখে সোনালি আঁশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের কমপক্ষে অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ নগদের থেকে বেশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ১০ শতাংশ নগদ লভ্যাংশের সমপরিমাণ।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও সোনালি আঁশের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের নগদের চেয়ে বেশি বোনাস বা ১০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৫৪ লাখ ২৪ হাজার টাকার নগদ ও ৫ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার বোনাস শেয়ার দেওয়া হবে।

বিধান অনুযায়ি, নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করায় সোনালি আঁশকে ৫ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার উপরে ১০ শতাংশ হারে ৫৪ লাখ ২৪ হাজার টাকার অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ১০ শতাংশ নগদ লভ্যাংশের সমান।

উল্লেখ্য, বর্তমানে সোনালি আঁশের ৫ কোটি ৪২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। যা বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে বেড়ে হবে ১০ কোটি ৮৪ লাখ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে